ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক অধ্যাপক শাহীন জোদ্দার এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. মো. শাহিন জোদ্দারের আপন বড় ভাই মোঃ শামীম জোদ্দার, চাচাতো ভাই সাত্তার জোদ্দার, কোমরপুর ঈদগাহ এর ইমাম রেজাউল করিম, মো. জিহাদুল ইসলাম রত্ন সহ কোমরপুরের এলাকাবাসী।
উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা অতর্কিত হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার দাবি করেন।এসময় বক্তারা বলনে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২:৩০ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক চিকিৎসক শাহীন জোদ্দার কে অতর্কিত সন্ত্রাসী হামলা করা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।এ ঘটনার প্রতিবাদে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শাহীন জোদ্দার অত্যন্ত ভালো ও বিনয়ী চিকিৎসক হিসেবে সুপরিচিত।তিনি একজন মানবিক ডাক্তার।আজ প্রকাশ্য দিবালোকে তার উপর যে হামলা করা হয়েছে এটা নিন্দনীয়। উক্ত আসামি এখন পর্যন্ত গ্রেফতার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।