অনলাইন ডেস্ক॥
ঢাকা মহানগরী উত্তরের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যের আমির মোহাম্মাদ সেলিম উদ্দিন বলেছেন, যারা দেশে রাজনীতির নামে চাঁদাবাজিতে ব্যস্ত; তাদের রাজনীতি ছেড়ে দেওয়ার সময় এসেছে। কারণ চাঁদাবাজির চেয়ে ভিক্ষাবৃত্তিই উত্তম।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারের রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত।
সেলিম উদ্দিন বলেন, এক শ্রেণির আত্মকেন্দ্রিক ও মূল্যবোধহীন রাজনীতিকের কারণে আমাদের রাজনীতি গণমুখী চরিত্র হারিয়েছে। তারা জনগণের কাছে ভোট নিয়ে নিজেরাই দেশের মালিক-মোক্তার হয়ে যান। তাই রাজনীতির এই অশুভ বৃত্ত থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে।
সেলিম উদ্দিন বলেন, আমাদের দেশের রাজনীতিতে অবক্ষয় এখন প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ফলে প্রচলিত রাজনীতি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই রাজনীতি থেকে এদের প্রতিহত করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াত একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, বরং দেশের ১৮ কোটি মানুষ আপনাদের সঙ্গে আছে। তাই কারো মুখের দিকে না তাকিয়ে নির্ভয়ে চাঁদাবাজিসহ দেশের সব ধরনের অপরাধ প্রবণতা কঠোরহস্তে দমন করতে হবে। আমরা আসন্ন রমজানে বেশি দামে পণ্য কিনতে চাই না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির ইউসুফ আলী মোল্লা। পরিচালনা করেন সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়াত হোসাইন এবং মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক, সহকারী অঞ্চল পরিচালক মু. আতাউর রহমান সরকার।
আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির নূরুল ইসলাম আকন্দ, জামায়াত নেতা মাওলানা গোলাম মাওলা, শামীম হোসাইন ও পেশাজীবী নেতা আব্দুল কুদ্দুসসহ অনেকে।