প্রেস বিজ্ঞপ্তি॥
মজলুম জননেতা মাওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জন জোটের কেন্দ্রীয় উপদেষ্টা হারুন -অর – রশিদ খাঁন, বাংলাদেশ জন জোটের আহবায়ক মুজাম্মেল মিয়াজী, সদস্য সচীব সুরাইয়া ইয়াসমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
১৭ নভেম্বর ১৯৭৩ সালে পিজি হাসপাতালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী মৃত্যু বরণ করেন ।
তারা বলেন – ১৮৮০ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ এক নক্ষত্রের জন্ম হয় আর সে নক্ষত্রের নাম মাওলানা আবদুল হামিদ খানঁ ভাসানী ।
বাংলাদেশ ইতিহাসের এক মহা নায়কের নাম মাওলানা আবদুল হামিদ খানঁ ভাসা । অখন্ড বাংলাদেশ গড়ার স্বপ্নে অগ্রনায়কের ভুমিকা পালন করেছিলেন মাওলানা ভাসানী । তিনি চেয়েছিলেন বাংলা ভাষা এবং বাংলা সাংস্কৃতিক অঞ্চল কখনই বিভাজন ও আলাদা থাকবেনা । তাই তিনি কলকাতা আসাম,ত্রিপুরা,মিজুরাম, মেঘালয় এবং আজকের বাংলাদেশ সহ পুরো বাংলা একসাথ করার স্বপ্ন দেখেছিলেন।
বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা ভাসানী । মুসলিম লীগ থেকে আওয়ামীলিগের জন্ম । মুসলিম শব্দটি বিপত্তির মাধ্যমে তিঁনি আওয়ামীলিগ থেকে সরে দাঁড়ান ।
বাংলাদেশ ইতিহাসে একজন সৎ, নীতিবান, দূর্বার এবং সর্বকালের সেরা জনপ্রিয় নেতা ছিলেন মাওলানা ভাসানী ।
আজকের এই দিনে তিনি পৃথিবী থেকে চলে যান । আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক – আমিন