বিশেষ প্রতিনিধি॥
জন্মনিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট সেবাগ্রহীতা নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত ফি দাবি করার অভিযোগে এক ওয়ার্ড সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
অভিযুক্ত ওই ওয়ার্ড সচিবের নাম আল আমিন। তিনি ডিএনসিসির অঞ্চল-১ এর আওতাধীন ১ নং ওয়ার্ডের ওয়ার্ড সচিব পদে শিক্ষানবিশ হিসেবে কর্মরত আছেন।
বুধবার (৬ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ওই ওয়ার্ড সচিবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে যে, প্রতিটি জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সেবাগ্রহীতা নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত ফি দাবি করে হয়রানি করেছেন। ইতোপূর্বেও তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তাকে মৌখিকভাবে বারবার সতর্ক করা হলেও তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
তিনি বলেন, তার এমন আচরণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা- ২০১৯ এর ৪৯ এর (খ), (ঘ) ও (৪) উপবিধি মোতাবেক অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।
এ অবস্থায়, তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে চাকুরি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।