আতিকুর রহমান, সখিপুর (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের কাঁচিকাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাইম বিপি’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বিএনপির আহবায়ক কাচিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এ হামিদ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা বাজারের এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় আমি আমার বাড়িতে আসতে পারিনি আমাকে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছে এবং আমার ভাই মারা যাওয়ার পরদিন আওয়ামী লীগের সন্ত্রাসরা আমার জমি দখল করেছে। আমি চাঁদপুরের ব্যবসা বাণিজ্য করতে পারিনি সেটাও তারা বন্ধ করে দিয়েছিল আমাকে ঢাকা চলে যেতে হয়েছে।
তিনি আরো বলেন ক্ষমা মহত্বের লক্ষণ তাই আমি তাদের ক্ষমা করে দিয়েছি আপনারা তাদের ক্ষমা করে দিবেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে বিপুল ভোটে জয়যুক্ত করে তার জবাব দিবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাইজুল ইসলাম সরদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহাবুব আলম বাহাদুর, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসলাম মোল্লা,
সখিপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ্যাড: আপেল মাহমুদ, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তাজবির আলম সরদার।
এতে আরো বক্তব্য দেন, শরীয়তপুর জেলা ছাত্রদল নেতা অনিক মাদবর, সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আতিক বেপারী।
চরকুমারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মানিক মোল্লা,, ইমরান বাবু সখিপুর থানা ছাত্রদল, সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহান মোল্লা, তাহাসিন সরদার সখিপুর থানা ছাত্রদল, সখিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জিসান মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে আপনারা তাকে প্রতিহত করবেন। বহিরাগতরা দলে ঢুকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মান যেন ক্ষুন্ন করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের সকলের প্রিয় নেতা শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ এর নির্দেশনা মেনে চলবেন।