বাংলার গ্রামের একটি ঐতিহ্য উৎসব পলো বাওয়া। গ্রাম বাংলায় আগে এই উৎসব সচরাচর দেখা গেলেও বর্তমানে তা খুব একটা দেখা যায় না। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে পলো উৎসব। হাজারও মানুষ অংশ নেয় পলো দিয়ে মাছ ধরার এ উৎসবে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের কাইজার কোলে পলো উৎসবের আয়োজন করে স্থানীয় যুব সমাজ। পলো দিয়ে মাছ ধরার উৎসব দেখতে কোলের পাশের চারপাশের রাস্তায় অবস্থান নেয় বিভিন্ন বয়সী মানুষ। এ ধরনের উৎসবে এসে খুশি আগতরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সূর্যোদয়ের আগেই হাজারও মানুষের ঢল নামে কাইজার কোলে। কারো হাতে পলো, কারো হাতে জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ। দূর দূরান্ত থেকে পলো হাতে আনন্দ ফুর্তি করতে করতে মাছ ধরার উৎসবে এসেছেন নানা বয়সী মানুষ।
মাছ ধরতে আসা মজিবুর বিল্লাল রহমান বলেন, মাছ ধরার কথা শুনতে পেয়ে গতকাল পলো কিনেছি। এই উৎসবের কারণে পলো একটু দাম বেশি দিয়ে কিনতে হয়েছে। ২৫০ টাকার পলো ৩৫০ টাকা দিয়ে কিনতে হয়েছে। তারপরও ভালো লেগেছে, অনেকদিন পর এমন উৎসবে যোগ দিতে পেরে।
পলো উৎসবের আয়োজক মো. মুরাদ হোসেন জানান, গত দুই দিন যাবত পলো উৎসবের মাইকিং করা হয়েছে। হারিয়ে যাওয়া এমন উৎসবে যোগ দিয়েছেন হাজারও মানুষ। এই কোলে কারেন্ট জাল, ভেসাল দিয়ে মাছ মারা হতো। প্রশাসন এটা বন্ধ করায় আমরা এই উৎসবের আয়োজন করেছি। হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। প্রতিবছর যাতে এ ধরনের আয়োজন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য পলো উৎসব ধরে রাখতে প্রতিবছর আয়োজন করা হোক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।