নিলয় আহমেদ রাফি,স্টাফ রিপোর্টার
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণমশাল মিছিল কর্মসূচি পালন করেছে।
২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ভুলতা গাউছিয়া এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। মশাল মিছিলটি ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্ত্বর হয়ে আবার ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে এসে সমাবেশ করে।
ছাত্র জনতার স্লোগান- চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর ছাত্ররা দেশের সড়ক গুলোতে গণ মশাল মিছিল।
ট্রাফিক দায়িত্বসহ বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। মাঝখানে পরীক্ষার কারনে সবাই সেখান থেকে সরে গিয়েছিল। সেই সুযোগে বিগত সময়ের কিছু দুষ্কৃতিকারীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। দলের নাম ভাঙ্গিয়ে তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসা শুরু করেছে। এতে দেশে নতুন করে অরাজকতা পরিবেশ সৃষ্টি হচ্ছে। ছাত্ররা সব সময় দেশের স্বার্থে কাজ করেছে আগামীতেও করবে। যারা এসব অপকর্ম করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আন্তর্জাতিক কর্মসূচি ঘোষণা করা হবে।