মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি ॥
ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নিজ কার্যালয়ে বসে প্রকাশ্যে ধুমপান করা নিয়ে এলাকায় সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। রোববার (২০ অক্টোবর) ধুমপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্তাগাছা ও ‘মুক্তাগাছার তাজা খবর’ নামের দুটি পেইজে ওসি কামাল হোসেনের ধুমপানের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন থানায় বসে প্রকাশ্যে ধুমপান’। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় এলাকার সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে ওসি কামাল হোসেন বলেন, ‘কে বা কারা এই ভিডিও তুলেছে, জানি না। আমি থানায় নতুন যোগদান করেছি। সাংবাদিকসহ অনেকেই পরিচিত হতে আসেন। অনেকে ক্যামেরা অন করে ঢোকেন। ভিডিও কর্ণার থেকে নেওয়া হয়েছে। যেই করুক এ কাজ, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিষয়টি সিআইডির সাইবার ক্রাইমে দিয়েছি। তদন্ত করে কম সময়ে বের করা হবে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। অনুমতি দিলে মামলা হবে।’