সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় নির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আজ ইসিতে ইসলামপুরে শরীরে প্রাণীদের মত লোম নিয়ে তিনটি পরিবারের মানবেতর জীবন-যাপন ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধের হুমকি: চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে কর্মসূচি ঘোষণা ঢাকা শহর এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণ শুরু: প্রতি পত্রে ফি ১৫০ টাকা, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত চাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় ছাত্রশিবিরের: ভিপি-জিএসসহ ২৪ পদে বিজয়, ছাত্রদলের সান্ত্বনা এজিএস রাবিতে রাকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ জয়, ২৩ পদের ২০টিতেই বিজয়ী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ কালিয়ায় দুস্থ মহিলা সহায়তা কর্মসূচীর কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পিবিএল ফাইন্যান্স-এর উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তিনটি শর্তে জুলাই সনদে সই করবে এনসিপি: নাহিদ ইসলাম

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে ঘরের টিন বিতরণ

Coder Boss
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২০ Time View

বিশেষ প্রতিনিধি॥
খুলনা জেলার পাইকগাছা থানার তেলিখালী ইউনিয়নে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল’স্ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ফাউন্ডেশন;
রেজিঃ (এস-১৪১৪১/২৪) – এর উদ্যোগে *বন্যা পরবর্তী পূনর্গঠন কার্যক্রমের আওতায়* মো. কারিমুল হোসেন গাজী ও মোইবুর গাজীকে ঘরের টিন বিতরণ করা হয়েছে।

গত ২৬শে মে ২০২৪ইং তারিখ সন্ধ্যায় সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় *রেমাল* উপকূলীয় ১৯ টি জেলার ১০৭ টি উপজেলায় প্রায় ৩৭ লাখ ৫৮ হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত করেছিলো। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে প্রায় ৩৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিলো এবং ১ লাখ ১৫ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিলো। *বন্যা পরবর্তী পূনর্গঠন কার্যক্রম* এর আওতায় ১৭ই অক্টোবর ২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন উক্ত ফাউন্ডেশনের হেড অফ অপারেশন্স মোঃ রাজিবুল ইসলাম, সদস্য মো বাবুল শেখ, A.P.O. Gadget-BD এর ব্যবস্থাপক মো. মাহিন পারভেজ মুন্না প্রমুখ।

এসময় খুলনা জেলার পাইকগাছা থানার তেলিখালী ইউনিয়নের কাজী বাড়ি এলাকার জনাব কারিমুল আলম ও জনাব নাজিবুল মোল্লাকে ঘরের টিন বিতরণ করা হয়। এসময় ইউনিয়নের *তেলিখালী মদিনাতুল আমান জামে মসজিদ* এর সভাপতি মাসুদ বিশ্বাস, ইমাম মো. আজিজুল শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশনের হেড অফ অপারেশন্স মো. রাজিবুল ইসলাম বলেন, “বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে *ঘূর্ণিঝড় রেমাল* আঘাত হেনেছে। এতে ৮৪ লাখেরও বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে, যার মধ্যে রয়েছে ৩২ লাখ শিশু। এই সংকটময় মুহূর্তে আমাদের কার্যক্রম হবে, বন্যা পরবর্তী পূনর্গঠন এবং বন্যাদূর্গতদের জীবন ও জীবিকার পূনর্বাসন।”

উল্লেখ্য বিগত সময়ে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল’স ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসায় এতিম ছাত্রদের সাথে ইফতার মাহফিল, প্রতি বছর ঈদুল আযহা ও ঈদুল ফিতরের অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, বেশ কয়েকটি মসজিদ ও এতিমখানা মাদ্রাসায় উক্ত সংগঠনের উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে, প্রতিবছর সংগঠনের সদস্যদের নিয়ে গেট টুগেদার করা হয়েছে, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ও বই কিনে দেওয়া হয়েছে, টঙ্গীতে তাহফিজুল কুরআন মাদ্রাসায় কোরআন শরিফ রাখার জন্য স্টিলের আলমারি ও কিতাব রাখার জন্য বেঞ্চ বিতরণ, কৃষি গবেষণা পয়ঃবর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা শ্রমিক (সুইপার) দের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে, বিশ্ব বালিকা দিবস উদযাপন উপলক্ষে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সংগঠনের সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য আরএমজি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং স্বাবলম্বী প্রকল্পের আওতায় একটি অসহায় পরিবারকে বিনামূল্যে অটোরিক্সাও বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102