বিশেষ প্রতিনিধি গাজীপুর ॥
বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের প্রায় শ’খানেক নেতাকর্মী বিএনপির ছাত্রদল ও যুবদলে যোগ দিয়েছেন।তাদের বরণ করে নেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।মহানগরীর কাশিমপুরে শুক্রবার (১৩ অক্টোবর) শওকত চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়।কাশিমপুর থানা ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন ইমনের নেতৃত্বে ছাত্রলীগের প্রায় শ’খানেক নেতাকর্মী শওকত চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে ইমন বলেন, কাশিমপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক কর্মকান্ডে বিরক্ত হয়ে ও শওকত চেয়ারম্যানের নেতৃত্বগুনে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে শ’খানেক নেতাকর্মী নিয়ে ছাত্রদল ও যুবদলে যোগদান করছি। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সাথে জড়িত থেকে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করলেও ছাত্রলীগ আমাদের মূল্যায়ন করেনি। যে সংগঠনে পরিশ্রমের কোন মূল্য নেই, সে সংগঠনে আমরা থাকতে চাই না।
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন বলে ইমন দাবী করেন।এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান রাজু এবং কাশিমপুর থানা যুবদল নেতা ফারুক হোসেন সহ আরো অনেকে।যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই।দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে বিএনপি।তাই গণতন্ত্র মুক্তিকামীরা জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে আসতে শুরু করেছেন।
এসময় তিনি সবাইকে স্বাগত জানিয়ে গণতন্ত্র পুনঃ উদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের জন্য সবাইকে আহবান জানান।ছাত্রলীগ থেকে চলে যাওয়ার কারণ জানতে চাইলে কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহমেদ বলেন, পরিশ্রমিরা কখনো চলে যায় না, যারা চলে যায় তারা সক্রিয় কর্মী নয়।