বিশেষ প্রতিনিধি ॥
খুলনার ফুলতলায় বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল’স্ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ফাউন্ডেশন; রেজিঃ (এস-১৪১৪১/২৪) – এর উদ্যোগে বিশ্ব বালিকা দিবস উদযাপন উপলক্ষে ৬ষ্ঠ শ্রেণীর বালিকা আরমিন আক্তার অন্তরাকে শিক্ষা সহায়ক বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
‘এখনই সময় ভবিষ্যৎ গড়ার, নিশ্চিত কর নিজের অধিকার’ উক্ত প্রতিপাদ্য কে সামনে রেখে ১১ই অক্টোবর শুক্রবার বিকালে জেলা শহরের আকলায় নাজমুল হাসানের নিজ বাস ভবনে আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী বালিকা শিক্ষার্থী আরমিন আক্তার অন্তরাকে শিক্ষা সহায়ক বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মাহিন রেজা।
উল্লেখ্য বিগত সময়ে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল’স ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসায় এতিম ছাত্রদের সাথে ইফতার মাহফিল, প্রতি বছর ঈদুল আযহা ও ঈদুল ফিতরের অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, বেশ কয়েকটি মসজিদ ও এতিমখানা মাদ্রাসায় উক্ত সংগঠনের উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে, প্রতিবছর সংগঠনের সদস্যদের নিয়ে গেট টুগেদার করা হয়েছে, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ও বই কিনে দেওয়া হয়েছে, টঙ্গীতে তাহফিজুল কুরআন মাদ্রাসায় কোরআন শরিফ রাখার জন্য স্টিলের আলমারি ও কিতাব রাখার জন্য বেঞ্চ বিতরণ, কৃষি গবেষণা পয়ঃবর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা শ্রমিক (সুইপার) দের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে।
সংগঠনের সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য আরএমজি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, স্বাবলম্বী প্রকল্পের আওতায় একটি অসহায় পরিবারকে বিনামূল্যে অটোরিক্সা বিতরণ করা হয়েছে।