ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মিরের কাপাষহাটিয়া ও ঘোরাখালি বাজারে সুপরিকল্পিত হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
(৯/৯/২০২৪ইং) বিকাল চার ঘটিকার সময় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ব্যানারে হাজার হাজার জনতা রাস্তায় দারিয়ে বিক্ষোভ করে,এসময় বিক্ষোভ কারি এলাকাবাসী বলেন যে স্বাধীনের উপর যে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে তাদের কে দুর্রুত গ্র্রেপতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্তা করতে প্রশাসনের প্রতি আহবান করেন,এদিকে স্বাধীনের বাবা মোহাম্মদ বাবলু শেখ জানান আমার ছেলে গত (৬/৯/২০২৪) তারিখে বিকাল অনুমান সাড়ে চার ঘটিকার সময় বোয়ালমারী থানাধীন ভীমপুর বাজারে বাজার করতে যায় কিন্তু সে আর বাড়িতে ফিরে আসে না সে বাড়িতে সময়মতো ফিরে না আসায় আমরা তাকে রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি কিন্তু তাকে কোথাও পাই না পরবর্তীতে (৭/৯/২০২৪ইং) তারিখে সকাল অনুমান ৭ ঘটিকার সময় আমাদের গ্রামের অলিভ বিশ্বাস ৪০ আমাদের বাড়িতে এসে সংবাদ দিয়ে বলে যে আপনার ছেলে স্বাধীন রেললাইনের উপর রক্তাত্ত অবস্হায় পরে আছে,সংবাদ পাবার পরে আমি দুর্রুত ঘটনাস্হলে যায় এরপর আমার ছেলেকে রক্তাক্ত অজ্ঞান অবস্হায় দেখতে পায় এরপর আমি আমার ছেলেকে আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মধুখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় তারপর অবস্হার অবনতি দেখে মধুখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও আমার ছেলেকে রাখে নাই,পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয় আমার ছেলে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমার ছেলে কিছুটা সুস্থ হওয়ার পর আসামিদের নাম ঠিকানা এবং সমস্ত ঘটনা খুলে বলেন মূলত পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে খুন করার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত অবস্হায় মারা গেছে ভেবে রেল লাইনের উপরে ফেলে যায়,পরে আমি ঘটনার বিষয় থানায় একটি অভিযোগ দায়ের করেছি,সাংবাদিক আসামী গ্রেপতারের বিষয় জানতে চাইলে বাদী বলেন এখন পর্যন্ত কোনো আসামী পুলিশ ধরতে পারেনি, এ সময় স্বধীনের বাবা বাবলু শেখ ,ঘটনার সংঘে জরিত সবার নাম উল্লেখ করে বলেন য়ে আমার ছেলে কে এই সব সন্ত্রাসিবাহিনি হত্যা করতে চেয়ে ছিলো আমি তাদের ফাসি চাই ,এরপর এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন করেন এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা ও প্রশাসনের প্রতি আহ্ববান জানান বিক্ষোভকারীরা ,আসামিদের নাম উল্লেখ করে বলেন যে এই সকল সন্ত্রাসীদের এমন বিচার আমরা এলাকাবাসী দেখতে চাই যে বিচার দেখে আর কোন সন্ত্রাসী যেন এমন কর্মকাণ্ড না ঘটাতে পারে, এ সময় হাজার হাজার জনতা বিক্ষোভ মিছিলে্র মধ্যো দিয়ে স্লোগান করতে থাকে ,পরে একে একে সংক্ষিপ্ত আকারে বক্তব্যোর মধ্যেদিয়ে মানব বন্ধন শেষ হয় ।