দোহার নবাবগঞ্জ প্রতিনিধি ॥
ঢাকার নবাবগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানএমপিসহ ১৭৩ জনের নামে মামলা হয়েছে।অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনকে উল্লেখ করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়।মামলার বাদী নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের ভৌরাহাটী এলাকার শেখ বাবুলের স্ত্রী ফাতেমা বেগম। তিনি এজাহারে উল্লেখ করেন, সাবেক এমপি সালমান রহমানের নির্দেশে কতিপয় আসামীরা ৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নবাবগঞ্জে ছাত্রীদের উপর হামলা করে। এতে বেশ কিছু শিক্ষার্থী মারাত্মকভবে আহত হয়।
এ মামলায় সাবেক এমপি সালমান এফ রহমানকে প্রধান আসামি করা হয়েছে।এছাড়া মামলার আসামি হয়েছেন- সাবেক এমপি খন্দকার হারুন উর রশিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদারসহ ১৩ ইউপি চেয়ারম্যানও।এর আগে দোহার থানায় ১৭৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি মো. শাহজালাল বলেন, ১৭৩ জনকে এজাহার নামীয় ও আরও ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলা নং-৩ ।সোমবার (২ সেপ্টেম্বর)
সন্ধ্যায় মামলা দায়ের হয় বলে জানান।