ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরে চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা বারোটার দিকে ।ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের উদ্যোগে এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসানের নেতৃত্বে ০৪ দফা দাবীতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াছিন কবীরের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জহুরল হক, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো.জাকির হোসেন, সদস্য মাকসুদা খানম,মো. আলীম, উম্মে কুলসুম প্রমুখ স্মারক লিপি প্রদান কর্মসূচীতে অংশগ্রহনকারী দের দাবিগুলোর মধ্য হলো :
ক. শিক্ষাগত যোগ্যতার উন্নীতকরণসহ পরিবার পরিকল্পনা পরির্শক পদটি ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমান পাশ, বেতন গ্রেড ১১ এবং পরিবার কল্যাণ সহকারী পদটি ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমান পাশ, বেতন গ্রেড ১৩-এ উন্নীতকরণ।
খ. পরিবার পরিকল্পনা পরির্শক পদ থেকে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদোন্নতির ক্ষেত্রে ৭৫% অথবা অনুমোদিত মোট পদ সংখ্যার আনুপাতিক হারে পদ সংখ্যা নির্ধারণ।
গ. পরিবার কল্যাণ সহকারী পদ থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পদে ধারাবাহিকভাবে পদোন্নতির ব্যবস্থা।
ঘ. গেজেট প্রকাশের আগ পর্যন্ত সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পদে সব ধরনের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন বন্ধ রাখতে বলা হয়,