ফরিদপুর প্রতিনিধি ॥
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.ইয়াসিন কবিরের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শাজাহান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, আবুল ফয়েজ, মহিলা অধিদপ্তর, উপ পরিচালক মাসউদা হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম ফরিদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নজরুল ইসলাম নারী নেত্রী আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সকল উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তারা দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।