মজিবুর রহমান সালথা, ফরিদপুর প্রতিনিধি ॥
আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান (পিপিএম)।সোমবার (০৮ জুলাই) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ ফায়েজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।সভা শেষে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। ফায়েজুর রহমান ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সালথা থানার ওসি হিসেবে যোগদান করেন।
ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হোসেন প্রমূখ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফায়েজুর রহমান সালথা থানায় আসার পর সালথা থানাকে তার নিজের মত করে নিয়ন্ত্রণ করে আসছেন এই কারনে এ প্রাপ্যতার।