দোহার-নবাবগঞ্জ,ঢাকা প্রতিনিধি ॥
দুবাইতে গাড়ী বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫জন নিহত হয়েছে।তাঁরা দুবাইয়ের আজমান প্রদেশে থাকতো। রোববার বাংলাদেশ সময় সাড়ে ১০টায় কাজে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।এরমধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের ৪ জন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন।সকালে এরা পাঁচ জন একই গাড়িতে কাজের স্থানে যাচ্ছিলো। এমতাবস্থায় সড়ক পথে গাড়িটি বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুন বিষয়টি নিশ্চিত করেন।তাঁরা বলেন দুবাইতে অবস্থানরত এ এলাকার প্রবাসীরা বিষয়টি জানায়।এ ঘটনায় নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪) শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম(৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মন্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)।
তাঁরা একই জায়গায় কাজ করতেন।দুবাই সময় সকাল সাড়ে ৭টায় কাজের উদ্দেশ্যে বের হয়ে শহর থেকে আজমান প্রদেশে যাচ্ছিলো।এসময় রাস্তায় গাড়ীটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ৫বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়।বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গ্রামের বাড়িতে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারে।
এঘটনায় ওই এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে।নিহতের স্বজনরা সকলেই যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে।কান্নার রুল পড়ে গেছে স্বজন হারা পরিবারের মাঝে।শোকাহত পরিবারের পাশে এসে দাড়িয়েছেন প্রতিবেশীসহ কাছের স্বজনরা।
দুবাই প্রবাসী পাশের বাড়ির লিটন হোসেন ছুটিতে এসেছিলেন। তিনি বলেন, একই জায়গায় থাকতেন। এ খবর শুনে তিনি খুবই মর্মাহত।