কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কুড়িগ্রামের রাজারহাটে চোরাই গরু উদ্ধার করে আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম সদস্য আতিকুর রহমান ওরফে আতিক কসাই (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার আতিক উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাঘআছড়া গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে।পুলিশ জানায়, শুক্রবার গভীররাতে উপজেলার ছিনাই ও ঘড়িয়ালডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কিসামত গোবধা এলাকা থেকে আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম সদস্য আতিকুর রহমান ওরফে আতিক কসাইকে গ্রেফতার করে পুলিশ।তার দেয়া তথ্যমতে ২টি চোরাই গরু উদ্ধার করা হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আতিক কসাই গরু চুরির ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। এ ঘটনায় জড়িত অন্যান্য চোরদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।