অনলাইন ডেস্ক ॥
প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণের লক্ষ্যে মো. সাগর ইসলাম কোয়ালিফাই করায় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ ২৭ জুন ২০২৪ বিকাল ৩:৩০ মি. শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে মো. সাগর ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ফুলের মালা ও বুকেট দিয়ে শুভেচ্ছা জানান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জনাব জাফর উদ্দিন সিদ্দিকী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মো. হাবিবুর রহমান ও বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ মাজহারুল ইসলাম তুহিন, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মো. মইনুল ইসলাম (অবঃ), ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। অনুষ্ঠানে সিটি গ্রুপের পক্ষ থেকে মোঃ সাগর ইসলামকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার চেক হস্তান্তর করেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব জাফর উদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জনাব জাফর উদ্দিন সিদ্দিকী বক্তব্য প্রদান করেন। এছাড়া বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর এবং সমাপণী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মোঃ মইনুল ইসলাম (অবঃ)।
প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণের লক্ষ্যে কোয়ালিফাই করায় মোঃ সাগর ইসলাম ও তার মা অনুষ্ঠানে নিজ অনুভূতি প্রকাশ করেন। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের নির্বাহী সদস্য (প্রতিষ্ঠাকালীন সদস্য) শেখ মোঃ আজিজুর রহমান বাচ্চু মোঃ সাগর ইসলাম এর আরচ্যারী শুরু কোথা থেকে সে সম্পর্কে বক্তব্য প্রদান করেন।