নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার দোহার উপজেলার নারিশা জোয়ার এলাকায় ফরিদপুরের সদরপুর নারিকেল বাড়িয়া চরে জেলের জালে ধরা পড়েছে বিষাক্ত সাপ রাসেল ভাইপার।খবর পেয়ে এলাকাবাসী দোহার উপজেলা প্রশাসনকে জানালে জালে আটকা সাপসহ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত জেলে খবির সরকার।উপজেলা প্রশাসন সাপটি জীবন্ত অবস্থায় সর্প উদ্ধারকারী দলকে সংবাদ দেয়।তাঁরা দুপুর ২টায় দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা জাকির হোসেনের সাথে দেখা করে।জালে আটকা পড়া সাপটি নিয়ে যায়।প্রায় ৪৫ ইঞ্চি লম্বা সাপটি দেখতে বেশ মোটাসোটা।
জেলে খবির সরকার বলেন, প্রতিদিনের ন্যায় চর এলাকায় তিনি জাল দিয়ে মাছ ধরতে যান।(২৬ জুন) সকালে তিনি জাল টেনে উঠানোর সময় দেখেন একটি সাপ আটকা পড়েছে।পরে স্থানীয় লোকজন রাসেলস ভাইপার ভেবে প্রশাসনকে জানায়।পরে এটা রাসেল ভাইপার হিসেবে নিশ্চিত হয়।এদিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ে সাপটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় করে।
এ ব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন,পদ্মা নদীর তীরে চরাঞ্চলে জেলেদের জালে রাসেল ভাইপার সাপটি ধরা পড়লে জেলেসহ স্থানীয়রা তাঁর কার্যালয়ে নিয়ে আসে।এরপর সে সর্প উদ্ধারকারী দলকে খবর দিয়ে তাঁদের কাছে সাপটি হস্তানান্তর করে।