প্রতিনিধি চিতলমারী বাগেরহাট ॥
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আইন শৃংখলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসমত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাফর মো. আলমগীর হোসেন সিদ্দিকী,সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আজমীর আলী, চিতলমারী থানা অফিসার ইনচার্জ হাজী মো. শফিউল আলম। বক্তরা মাদক মুক্ত চিতলমারী গড়া, বাল্য বিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলণ বন্ধ সহ আইন শৃংখলা রক্ষার বিভিন্ন দিক নির্দেশনা বাস্তবায়নে আলোচনা করেন।এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব, ইউপি চেয়ারম্যান মো: মাসুদ সরদার, কাজী আবু সাহিন, মো: অলিউজ্জামান জুয়েল খলিফা, মো. নিজাম উদ্দিন শেখ, অর্চনা দেবী বড়াল, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মেরাজুল খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্তকর্তাবৃন্দ প্রমূখ।