ম.ম.হারুন অর রশিদ,মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরের কালকিনিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে কালকিনি পৌরসভার কৃষ্ণনগর গ্রামে বাদ আছর তার নিজ বাড়ীতে নামাযের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। জানাজায় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।