জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে বিএনপির দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি। এই ঈদুল আযহাকে নিঃসন্দেহে সেভাবে এই আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না।
ঈদ সাধারণ মানুষের জন্য একটি কষ্টকর দিন আসে এই দেশে। এই জন্যই যারা তাদের পশু ক্রয় করে মূল্য বৃদ্ধি হয়েছে সেখানে তারা প্রভাবিত হয়েছে। সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে ঈদের নামাজ শেষে পৌর শহরের কালিবাড়ি এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
ফখরুল আরো বলেন, গত প্রায় দের যুগ ধরে এই আওয়ামী লীগ সরকার এই দখলদারি সরকার জনগণের সমস্ত আকাঙ্ক্ষা গুলোকে পদধলিত করে দিয়েছে। তাদের ভোটের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদধলিত করে দিয়েছে।
জোর করে একটি শাসন চাপিয়ে দিয়েছে সেজন্যই এই সরকারের নেতাদের কথার উত্তর দিতে তাদের ইচ্ছা করে না। জনগণ তাদেরকে এখন আর পছন্দ করে না তারা এখন বুঝতে পেরেছে জনগণ তাদের ঘৃণা করতে শুরু করেছে। তারা শুধু মিথ্যা কথা বলে প্রতারণা করে। জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে।
তাদের যে প্রধান দাবি ৬৩ টি দল দাবি করেছে অবাদ নিরপেক্ষ নির্বাচন হতে হলে একটি অবাদ নিরপেক্ষ সরকার দরকার হবে। সেখানে দলীয় সরকার থাকলে কখনোই নিউটন হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী, ছাত্রদল সভাপতি কায়েস, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য নেতা কর্মীরা।