ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী করেছেন জেলার সর্বস্থরের মানুষ।
বুধবার (১২ জুন) সকালে জেলা সর্বস্থরের মানুষের ব্যানারে পৌর শহরের চৌরাস্তায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, সাংবাদিক, আইনজীবী, সহ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক সত্য প্রসাদ ঘোষ নন্দন, সদস্য মমিনুর রহমান বিশাল, সরিফুল করিম রুবেল, মাসুদ আহম্মেদ সূবর্ন, কামরুল হাসান, রবিউল এহ্সান রিপন সহ অন্যান্যরা।
বক্তরা এসময় অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর ও মেডিকেল কলেজ চালুর জোর দাবি জানান। এদিকে সাধারণ মানুষের দাবী দ্রুত পুনরায় বিমানবন্দরটি চালু করা ও মেডিকেল কলেজ স্থাপনের যাতে সাধারণ মানুষের সুবিধা হয়।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক এর মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের দুইটি স্মারকলিপি প্রদান করা হয়।