ফরিদপুর প্রতিনিধি ॥
শনিবার (৮ জুন) ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্রীদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছ।
জেলা ক্রীড়া অফিসার মো. শাহীন সুলতান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন মো. এরফানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), মধুখালী, ফরিদপুর । বিশেষ অতিথি উপস্হিত ছিলেন উৎপল কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, মধুখালী, ফরিদপুর।
প্রতিযোগিতায় গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ,ও সৈয়দ আবু জাফর উচ্চ বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এবং বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী এ সময় উপস্থিত ছিলেন।