ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের ডিবি পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার-ইনচার্জ, (ভাংগা জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ভাংগা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
শুক্রবার (৭ জুন) ভাংগা থানার ব্রাক্ষনপাড়ার জনৈক পাগলা মন্ডল এর বাড়ীর সামনে পাকা রাস্তা উপর হতে আসামী ১। সঞ্জয় মন্ডল (২৪), ২। নীল রতন মন্ডল ৩। অমিত বাছার (১৯),কে চারশত পঁচানব্বই পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেপ্তার করেন ফরিদপুরের ডিবি পুলিশ।