ফরিদপুর প্রতিনিধি॥
আলফাডাঙ্গা উপজেলা : মোট কেন্দ্র – ৪০টি, ঘোষিত কেন্দ্রের ফলাফল – ৪০টি, ভোট প্রদানের হার- ৪৯.৫%, বিজয়ী চেয়ারম্যান : নাম-কাজী মনিরুল হক,প্রতীক- মোটরসাইকেল, প্রাপ্ত ভোট-১৪,৭২২। নিকটতম প্রতিদ্বন্দ্বী : নাম-এ,কে,এম জাহিদুল হসান (জাহিদ), প্রতীক- কাপ-পিরিচ,প্রাপ্ত ভোট-১০,৮৭৮। ভাইস চেয়ারম্যান : নাম-মোহাম্মাদ ইয়াছিন মোল্ল্যা, প্রতীক- তালা,প্রাপ্ত ভোট-১৮,৪৯১ নিকটতম প্রতিদ্বন্দ্বী : নাম-এস এম তোকির আহমেদ ডালিম প্রতীক- টিউবওয়েল , প্রাপ্ত ভোট-১১,৬৯৫।
মহিলা ভাইস চেয়ারম্যান : নাম- আছিয়া খানম, প্রতীক- পদ্ম ফুল, প্রাপ্ত ভোট-৯,৭৬৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী :নাম- দিপালী রায়, প্রতীক- হাঁস, প্রাপ্ত ভোট-৭,৪৭৭।
বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল, বোয়ালমারী উপজেলা : মোট কেন্দ্র – ৭৮টি, ঘোষিত কেন্দ্রের ফলাফল – ৭৮টি, ভোট প্রদানের হার- ৫০.৭২ %, ১.বিজয়ী চেয়ারম্যান : এম এম মোশারফ হোসেন ,, প্রতীক- দোয়াত কলম, প্রাপ্ত ভোট- ৪৩২৩৬ নিকটতম প্রতিদ্বন্দ্বী : মোঃ সেলিমুজ্জামান লিটু, প্রতীক- ঘোড়া, প্রাপ্ত ভোট- ৩৪৩৫৫ ২।
ভাইস চেয়ারম্যান : এম এম শফিউল্লাহ শফি, প্রতীক- চশমা, প্রাপ্ত ভোট- ৩৮৯১৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী : মোঃ রাহাদুল আক্তার তপন, প্রতীক- উড়োজাহাজ, প্রাপ্ত ভোট- ৩৬১৩৩।
মহিলা ভাইস চেয়ারম্যান : মোসা. শাহানাজ বেগম, প্রতীক- ফুটবল, প্রাপ্ত ভোট- ২৪১৮৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী : মনিকা রানী রাজ বংশী, প্রতীক- বৈদ্যুতিক পাখা, প্রাপ্ত ভোট- ২৩১৪৪।