সোমবার, ০৫ মে ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
শিরোনাম :
কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে আসছে নতুন নকশার টাকার নোট, থাকছে চমক শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে: শ্রমিকদের বাস্তব অধিকার এবং সরকারের দায়িত্ব শ্রম আইন সংশোধনের উদ্যোগ, শ্রমিক স্বার্থ প্রাধান্য পাবে: উপদেষ্টা অপকর্ম বন্ধ করুন, নাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে: মির্জা ফখরুল কৃষি খাতের শ্রমিকদের দুরাবস্থার অবসানকল্পে পদক্ষেপ জরুরি : শেখ নাসির উদ্দিন উপকূলবাসীকে ২৯ এপ্রিলের চাইতেও ভয়াল স্মৃতির মুখোমুখি হতে হবে রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ নিয়ে প্রেস সচিবের স্পষ্ট বক্তব্য প্রবাসী ভোটিং চালুর উদ্যোগে রাজনৈতিক দলের সমর্থন অপরিহার্য: সিইসি ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ সিলেট বিমানবন্দর থেকে প্রথম পণ্যবাহী ফ্লাইটের যাত্রা শুরু

সেই স্বর্ণের খনি ইটভাটার মাটি পরীক্ষা, অনুসন্ধান ও স্ক্যানে ভূত্বাত্তিক জরিপ

Coder Boss
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৬১ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
সম্প্রতি সারা দেশব্যাপি ইটভাটায় স্বর্ণের খনি হিসাবে খ্যাত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার রাজোর এলাকার আরবিবি ইট ভাটায় কাঁচা ইট তৈরির জন্য ৩টি মাটির স্তুপের মাটি পরীক্ষা, অনুসন্ধান ও স্ক্যান করার নিন্দেশসহ ২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার (২ জুন) বাংলাদেশ ভূতাত্বিক জরিপ অধিদপ্তরের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিকল্পনা ও বাস্তবায়ন শাখা ঢাকার ভূতত্ব পরিচালক কামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্বর্ণ পাওয়ার বিষয়টি গুরত্বসহকারে নিয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি মেহেদী হাসান বাংলাদেশ ভূতাত্বিক জরিপ অধিদপ্তরে আরবিবি ইটভাটার মাটির পূর্বের স্থানসহ বর্তমান স্থান পরীক্ষা, অনুসন্ধান ও মাটি স্ক্যানের আবেদন করেন। প্রক্ষিতে এ অফিস আদেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, সহকারী পরিচালক ভূতত্ব বিভাগ আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম ও মোহাম্মদ আল রাজীকে আগামী ৩ জুন থেকে ৫ জুন কিংবা ঘটনাস্থলে যাত্রার তারিখ হতে ৩ দিনের মধ্যে প্রকৃত ঘটনার তথ্যসহ প্রতিবেদন তাদেরকে জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে দৈনিক পত্রিকাসহ দেশের বিভিন্ন পত্র-পত্রিকা, ডিজিটাল প্লাটফর্মসহ টিভি চ্যানেল গুলোতে স্বর্ণের খোঁজে ছুটছে মানুষ দিনরাত খুঁড়ছে মাটি, সোনার খোঁজে হাজার হাজার নারী পুরুষ খুঁড়ছে মাটি এরকম বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এসব সংবাদ প্রকাশিত হবার পর ওই ইটভাটায় স্বর্ণের খোঁজে প্রতিদিনে ও রাতে ১০ থেকে ১৫ হাজার মানুষের সমাগম হতে থাকে। প্রতিটি মানুষ স্বর্ণের সন্ধানে মাটি খুঁড়তে সাথে নিয়ে যায় কোদাল, বৈশলা, কুন্নি, খুন্তি, বল্লবসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। এবং দিন দিন এর সংখ্যা বাড়তে শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত মানুষের সমাগমে ও সবার হাতে বিভিন্ন মাটি খুঁড়ার অস্ত্র থাকায় যে কোনো মুহূর্তে মানুষে-মানুষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা প্রশাসকের নিন্দেশে গত ২৫ মে ইটভাটায় ১৪৪ ধারা জারি করে রাণীশংকৈল উপজেলা প্রশাসন। তারপর থেকেই সেখানে পুলিশি পাহারা বসানো হয়। এতে সাধারণ মানুষ ইটভাটায় ভিড়তে পারে না। পরিবেশ পুরোটাই প্রশাসনের নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু নামে মাত্র সেখানকার মাটি কিছুটা সরানো হলেও প্রায় ১০ থেকে ১২ হাজার ট্রলি মাটি ভাটা চত্বরে রয়ে যায়। ১৪৪ ধারা শিথিল হলে আবারও মানুষ স্বর্ণের সন্ধানে ওই ভাটায় মাটি খনন করতে যেতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

এরি মধ্যে রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মেহেদী হাসান বিষয়টি নজরে এনে বলেন, যেহেতু ওই ইটভাটার মাটি ঐতিহাসিক এলাকা থেকে কাটা হয়েছে। এবং মানুষের মুখে মুখে স্বর্ণ পাওয়ার বিষয়টি চরম ভাইরাল হয়েছে। তাই রাষ্ট্রীয়ভাবে এটি পরীক্ষা নিরীক্ষা করার উদ্যোগ নেয়া হয়েছে। যদি কোনো ধরনের স্বর্ণ পাওয়া যায়। তাহলে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। তাই তিনি ইটভাটার মাটির পূর্বের স্থানসহ বর্তমান স্থান পরীক্ষা,অনুসন্ধান ও মাটি স্ক্যানের জন্য ভূতাত্বিক জরিপ অধিদপ্তরে আবেদন করেন।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, বাংলাদেশ ভূতাত্বিক জরিপ অধিদপ্তরের নির্দেশে ওখানকার মাটি পরীক্ষা করা হবে বলে জানতে পেরেছি। তারা আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102