কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রামের উলিপুরে ১৯ পিস ইয়াবাসহ নিরাশা হোসেন (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। নিরাশা উলিপুর পৌরসভার সরদারপাড়া গ্রামের চিন্তু শেখের ছেলে।
পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার সরদারপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে ১৯ পিস ইয়াবাসহ নিরাশা হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের ১৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
রোববার(২ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক নিরাশার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।