মো.সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সিনিয়র সচিব মনজুর রহমান বুলবুল( ৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ,,, রাজিউন)।
আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন।মনজুর হোসেনের স্ত্রী সেলিনা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার স্বামী মনজুর হোসেন দীর্ঘ দুমাস ধরে অসুস্থ ছিলেন। তিনি লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন। দুপুর আড়াইটার দিকে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনজুর হোসেন।
পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ০১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। মনজুর হোসেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি রূপালী ব্যাংকের দুবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে ছোট। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।