লালমনিরহাট প্রতিনিধি॥
তৃতীয় ধাপে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কামরুজ্জামান সুজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ মে) রাতে লালমনিরহাট জেলা রির্টানিং অফিস থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ৪১ হাজার ৪৮৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মটরসাইকেল প্রতীক নিয়ে অ্যাড. ইকবাল হোসেন মামুন পেয়েছেন ৯ হাজার ৪০৭ ভোট।
এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোঃ এরশাদুল করিম রাজু ১৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রাকিবুল ইসলাম রাকিব পেয়েছেন ১০ হাজার ৬০৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে কোট ৬জন প্রতিদ্বন্দ্বীতা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফা আক্তার লাকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই উপজেলায় মোট ভোটার সংখয়া ২ লাখ ৮৯ হাজার ৬০৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৭২০ জন আর নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৮৮৬ জন।