ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরে রিকশা গ্যারেজে ‘বিস্ফোরণে’ উড়ে গেল তরুণের আঙুল। আহত তরুণ শামীম হোসেন (১৮) জেলার সালথা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের মঙ্গল মোল্যার ছেলে। তিনি ওই গ্যারেজের কর্মচারী।
বিস্ফোরণে ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হওয়া ছাড়াও ডান চোখ ও কনুইয়ে আঘাত পেয়েছেন শামীম।স্থানীয়রা জানান, বিকালে ওই গ্যারেজের বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে তারা ছুটে যান। তারা শামীমকে আহতাবস্থায় সেখানে দেখতে পান। পরে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পাইপের মধ্যে বিস্ফোরকজাতীয় কিছু ঢোকানোর সময় এ ঘটনা ঘটে বলে তাদের ধারণা। তবে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি।