কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রামের উলিপুরে ডোবার পানিতে পড়ে মিফতাহুল জান্নাত(৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া গ্রামের লুৎফর রহমানের কন্যা।
জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া গ্রামে খেলতে গিয়ে নিজ বাড়ীর পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায় শিশু মিফতাহুল জান্নাত। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজখবর করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে শিশুটির মরদেহ ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, প্রায় ২ বছর আগে লুৎফর রহমানের আরো একটি পুত্র সন্তান একই ডোবার পানিতে পড়ে মারা যান।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুুজা বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।