নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আনারস প্রতীকের প্রার্থী কাজী শাহজামান বাবুল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত বাবুল ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী, নগরকান্দা উপজেলা সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়ার সমর্থিত প্রার্থী ছিলেন।
মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ৮টায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৩৭ হাজার ২০৯ ভোট পেয়ে নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন কাজী শাহজামান বাবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২৩৭ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরকান্দা উপজেলার মোট ৬৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিজ সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ার পর বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া বলেন, ‘আমার সমর্থিত প্রার্থী বাবুলের এ বিজয় নগরকান্দার জনগণের বিজয়।
নগরকান্দার মানুষ একজন অদক্ষ চেয়ারম্যানের কাছ থেকে মুক্তি পেয়েছে আজ। চেয়ারম্যানের সেবা পেতে জনগণের আর হয়রানি হতে হবে না। এখন থেকে প্রতিটি এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’