ফরিদপুর প্রতিনিধি ॥
১৮ মে ২০২৪ খ্রিঃ শনিবার, ফরিদপুরের মধুখালীতে থানা প্রশাসনের আয়োজনে অপরাধ প্রতিরোধের লক্ষ্েয বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে বিকেল সাড়ে ৫টায় পরিতোষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৮ এপ্রিল ২০২৪খ্রিঃ তারিখে ঘটে যাওয়া সংগঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধ প্রতিরোধ বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে করনিয় কি বিয়ষ তুলে ধরে বক্তব্য রাখেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন।
আরো বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, বীরমুক্তিযোদ্ধা গরীব মুহাম্মাদ,ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান মোল্যা,সাধারন সম্পাদক শাকের আহমেদ টোকন,নারদ কুমার বাছার, সংরক্ষিত ইউপি সদস্য অসিমা মন্ডল,প্রভাষ চন্দ্র মন্ডল, অথিন্দ্র নাথ রায় ও নিশিত কুমার বিশ্বাস সহ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ভয় পাবার কিছুই নাই।
কোন নিরাপরাধি হয়রানির শিকার হবেন না তবে অপরাধীদের ছাড় দেওয়া হবে না। যারা হয়রানির ভয়ে আত্মগোপনে আছেন তারা বাড়ীতে ফিড়ে আসেন। আপনরা পুলিশকে সহযোগিতাও করুন এবং নিজেদের সম্পদ রক্ষা করুন। পুলিশ আপনাদের পাশে আছে।