বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম শুরু। বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন বীর বাহাদুর এমপি।
বান্দরবান মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। নামাজ আদায়ের পাশাপাশি ইসলামি গবেষণা, ইমাম ও হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ, ইসলামী লাইব্রেরি, গণশিক্ষা, হাফেজ বিভাগ সহ ১১ টি বিষয়ে সুযোগ সুবিধা পাওয়া যাবে এই মডেল মসজিদ কেন্দ্র থেকে।
বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মাঝে জেলা আরো উপস্থিত ছিলেন প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, পৌর মেয়র মো. সামসুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা সহ প্রমুখ। প্রায় সাড়ে এগারো কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ জেলা শহরের বালাঘাটায় এই মডেল মসজিদটি নির্মাণ করে।