ফরিদপুর প্রতিনিধি॥
বাংলাদেশের কম্পাট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং তিন দিনব্যাপী ( ১২-১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা সোমবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসক হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ডিস্ট্রিক একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিস ফরিদপুর এর আয়োজনে এই সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পিএএ।
ফরিদপুর ডিস্ট্রিক একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসার মো. লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ডিডিএলজি চৌধুরী রওশন ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াসিন কবির। এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরে কর্মকতা বৃন্দ।