মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি॥
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের “কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দখল” নিয়ে গত ১১ মে ২০২৪ খ্রিঃ “এশিয়ান ইনকোয়ারি” নামক অনলাইন টিভিতে প্রচারিত একটি প্রতিবেদন প্রচারিত হয়।
উক্ত প্রতিবেদনটি স্থানীয় হিন্দু সমাজের নজরে এলে ১৩ ই মে সোমবার বিকেলে মহাশ্মশান প্রাঙ্গনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মহাশ্মশান কমিটির সভাপতি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি জানান, প্রতিবেদনটিতে হিন্দু সমাজ থেকে জনবিচ্ছিন্ন কতিপয় ব্যক্তি শ্মশানের জায়গা দখলের বিষয়টি উল্লেখ করেন। যা আদৌ সত্য নয়। শ্রীনগর উপজেলাধীন সাবেক ১২৪ নং হাল ৩৫ নং শ্রীনগর মৌজার আর এস ২৯৫ নং দাগে শ্রীনগর কেন্দ্রীয় মহাশ্মশান অবস্থিত। অত্র এলাকার তৎকালীন জমিদার লালা রাজেন্দ্র কুমার বসু ও ব্রজেন্দ্র কুমার বসুর পিতার আমলে ১৭৬১ খ্রিঃ এই মহাশ্মশানটি স্থাপিত হয়।
উক্ত শ্মশানে শ্রীনগর উপজেলা ও পাশ্ববর্তী লৌহজং ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন গ্রামের সনাতন ধর্মের মৃতদেহ সৎকারের জন্য ব্যবহার হয়ে আসছে। উক্ত শ্মশানে ২৬৩ বছর পূর্ব হতে এলাকার হিন্দু জনগোষ্ঠীর আত্মীয় স্বজনদের মৃতদেহের দাহাদিকার্য সম্পন্ন হয়ে আসছে। শ্রীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে এলাকার সকলের সহযোগিতায় আমরা প্রতিবছর সারম্বরে কালীপূজা বা দ্বীপান্বিতা উৎসব পালন করে আসছি।
বর্তমানে শ্রীনগর কলেজ রোড হতে মহাশ্মশানে যাতায়াতের জন্য সিএস ও এস এ ৩২০ দাগের ৫ শতাংশ ভূমি রাস্তা হিসেবে নকশায় উল্লেখ করা আছে। উক্ত দাগের মালিকানা জমি বালু দিয়ে ভরাট হবার পর শ্মশান কমিটির পক্ষ থেকে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট রাস্তা হিসেবে ব্যবহারের উপযোগী করার জন্য বরাদ্দ দানের আবেদন করা হয়। তারই প্রেক্ষিতে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নির্দেশনায় শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম শ্মশানে লাশ নিয়ে যাবার রাস্তা পাকা করনের জন্য তিন লক্ষ টাকা বরাদ্দ করেন। শ্মশানের কোন জায়গা বেহাত হয়নি বা কেউ দখল করেনি। শ্মশানের জায়গা দখলের বিষয়ে উপজেলা চেয়ারম্যান বা তার ভাই বা আত্মীয় স্বজনের কোন সংশ্লিষ্টতা নেই বা কখনও ছিলোনা।শ্মশান সম্পর্কীত বিষয়ে উপজেলা চেয়ারম্যান বা তার আত্মীয় স্বজনকে জড়িয়ে প্রচারিত সংবাদের আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি। আশা করছি মিডিয়া কর্তৃপক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অত্র এলাকার জনগণকে সত্যানুসন্ধানে সহায়তা করবে।
এ সময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা পুজা উদ্যাপন কমিটির আহবায়ক,স্বপন কুমার মোদক।শ্রীনগর উপজেলা হিন্দু ও বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি
স্বপন কুমার রায়।শ্রীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক,অধীর দত্ত।শ্রীনগর কেন্দ্রীয় মহাশ্মশানের সহ-সভাপতি,নিরঞ্জন চন্দ্র ঘোষ। সহ-সভাপতি,ভোলানাথ চক্রবর্তী।যুগ্ম সাধারণ সম্পাদক, দিলীপ দাস।সহ-সভাপতি,সুমন চন্দ্র দাস।সদস্য মিলন দেবনাথ,রাজিব দাস।শ্রীনগর কেন্দ্রীয় জগন্নাথ দেবের মন্দির, সুমন দাস।সাবেক মেম্বার শান্তি দাস,নারায়ণ দাস মনা প্রমুখ