বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি॥
বীর বাহাদুর নাচে শেখ হাসিনার জোরে”বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ত্রিশ লাখ টাকা ব্যয়ে জেলা সদরের রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকায় হাজী পাড়া জামে মসজিদের ওযুখানা সহ মসজিদ সম্প্রসারণ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
সোমবার (১৩ মে) সকালে বান্দরবান পৌরসভার রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকায় মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন পার্বত্য বান্দরবানের সকল জাতী ধর্মের মানুষকে সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলার মতো বান্দরবান জেলার সকল উপজেলায় ৭ টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ দিয়েছেন যেগুলোর কাজ ইতিমধ্যে কিছু শেষের দিকে।প্রধানমন্ত্রী ইমামদের উন্নয়নের জন্য ইমাম কল্যান ফাউন্ডেশন করেছেন।
এসময় তিনি আরো বলেন এই দেশ আমাদের সকলের বান্দরবানে সাম্প্রতিক যে সমস্যা সৃষ্টি হয়েছে তা কেটে যাবে,সকলকেই এগিয়ে আসতে হবে।অত্র অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় কাজ চলছে।
পরে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে বালাঘাটা সার্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দির সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ চৌধুরী এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র সামসুল ইসলাম,উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাস,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি, মংপু মারমা,১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির, মহিলা কাউন্সিলর দিপিকা রানি তঞ্চঙ্গ্যা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার জনসাধারণ।