মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি॥
পঞ্চগড় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের লোকজনের সহযোগিতায় পঞ্চগড় জেলাকে চুরি, ডাকাতি, চোরাচালান, মাদকসহ সকল অপরাধ মুক্ত করা সম্ভব। আমরা সকলে সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যে কোন মূল্যে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় কমিটির উপদেস্টা ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে কোন মূল্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকলকে ধন্যবাদ জানান।
সভায় সকল উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু করায় সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল যোবায়েদ হাসান, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, পৌর মেয়র জাকিয়া খাতুন, কমিটির সদস্য আবু সালেক, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সফিকুল আলম প্রমুখ।
এছাড়া সভায় মাদক, নারী শিশু পাচার, নারী শিশু নির্যাতন, ধর্ষণ, আত্মহত্যা, নিরাপদ সড়ক, দ্রব্যমূল্য, ভেজালমুক্ত খাদ্য, সীমান্ত পরিস্থিতি, পরিবেশ বিষয়ে আলোচনা এবং এসব কার্যক্রম বন্ধে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।