মো. নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি॥
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এর পরে কেন্দ্রে কেন্দ্রে ভোট গননা ও ফল ঘোষনা করা হয়। সকল কেন্দ্রে ফল প্রাপ্তি শেষে জেলা রির্টানিং অফিসার রাতে আনুষ্ঠানিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে নড়িয়া উপজেলায় বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান একেএম ইসমাইল হক (মটরসাইকেল)। ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারমান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম (আনারস)। একেএম ইসমাইল হক নড়িয়া উপজেলা পরিষদে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছে। অপর দিকে দুই বারের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যাকে হারিয়ে ভেদরগঞ্জ উপজেলায় নতুন মুখ ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ২১২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে মটরসাইকেল প্রতিকের প্রার্থী একেএম ইসমাইল হক ৩০ হাজার ২২৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের প্রার্থী মামুন শিকদার ভিপি মোস্তফা পেয়েছেন ২০ হাজার ৫২৭ ভোট। আনারস প্রতিকের অপর প্রার্থী আলাউদ্দীন ব্যাপারী পেয়েছেন ২ হাজার ২৮৬ ভোট। নড়িয়াতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৩ হাজার ১৫৯ জন ভোটার।
অন্যদিকে ভেদরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭৩ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ৮০ টি কেন্দ্রের ৬৩৯ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে আনারস প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম ৬০ হাজার ৩১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মটরসাইকেল প্রতিকের প্রার্থী হুমায়ুন কবির মোল্লা পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট। ভেদরগঞ্জে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৩ হাজার ১২৪ জন ভোটার।
নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ আলমগীর ফকির তালা প্রতিকে ২৮ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উড়োজাহাজ প্রতিকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী পেয়েছেন ২৪ হাজার ৮৩৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজিয়া সুলতানা মনি হাঁস মার্কা প্রতিকে ৩৮ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকের প্রার্থী রাবেয়া আক্তার পেয়েছেন ৯ হাজার ২৫৬ ভোট।
ভেদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ আজহারুল ইসলাম (মাইক) প্রতীকে ৩৩ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী ভেদরগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি আসাদুজ্জামান রাড়ি পেয়েছেন ৩২ হাজার ৫শ ৩৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী রোশানা আনোয়ার বৈদ্যুতিক পাখা প্রতিকে ৪৬ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতিকের প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি পেয়েছেন ২২ হাজার ৮শ ৯৫ ভোট।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষ জনক।
৮ মে বুধবার রাতে জেলা নির্বাচন অফিস হলরুমে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল মান্নান এই ফল ঘোষণা করেন।